মিডিয়া

ফরিদপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘হলুদ সাংবাদিকতা নয়, সমাজের সঠিক চিত্র তুলে ধরাই সংবাদপত্র ও সাংবাদিকদের কর্তব্য।’ তিনি বলেন, ‘সরকারের ইতিবাচক সমালোচনা করে ভুল-ক্রটি ধরিয়ে দিয়ে উন্নয়নের মহাযাত্রায় সাংবাদিকরাও অংশ নিতে পারেন।’ ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এ সময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান এবং ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা। এর আগে প্রধান অতিথি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাইজিংবিডি/ফরিদপুর/১২ অক্টোবর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল