মিডিয়া

বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন টঙ্গী পাইলট স্কুল

মিডিয়া ডেস্ক: গাজীপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ। গত ১৮ জানুয়ারি জেলার রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব। এই উৎসবে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়। প্রাথমিক পর্যায় পেরিয়ে চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে টসে জিতে ‘তথ্য প্রযুক্তি নয়, কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থাই পারে বাংলাদেশের উন্নয়ন করতে’ প্রস্তাবনার পক্ষে অবস্থান নেয়। বিতর্কে তারা ৪০৯ নম্বর পেয়ে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে দেয়। ফাইনাল রাউন্ডে উঠে টসে হেরে গেলেও টঙ্গী পাইলট স্কুল বিতর্কে হারিয়ে দেয় প্রতিপক্ষকে। তারা ‘সামাজিক আন্দোলনই পারে পরিবেশ বিপর্যয় রোধ করতে’ প্রস্তাবনার পক্ষে  বিতর্কে অংশ নেয়। এবং ৫১৯ নম্বর পেয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বদ্যিালয়কে হারিয়ে দেয়। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাঙ্গণ, অভি, লোপা এবং মেহেদী। চ্যাম্পিয়ন দলের দলনায়ক মেহেদী শ্রেষ্ঠবক্তা বিবেচিত হয়। টিপিএস ডিবেটিং ক্লাবের পক্ষে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক আলভি আক্তার মুন এবং মডারেটর প্রদীপ কুমার অধিকারী। প্রথম আলোর পক্ষে উৎসবের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মো. মাসুদ রানা, রেজাউল করিম ও প্রথম আলো বন্ধু সমাবেশের সদস্যবৃন্দ। বিচারকমণ্ডলীর মূখ্য ভূমিকায় ছিলেন ন্যাশনাল ডিবেটিং ফেডারেশনের আহসান হাবীব জীবন। উৎসব শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন গাজীপুর ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া বিজয়ীদের অভিন্দন জানান। রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/তারা