মিডিয়া

চট্টগ্রামে ৫ দফা দাবি আদায়ে সাংবাদিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে সকল গণমাধ্যম কর্মীদের নবম ওয়েজ বোর্ডের আওতায় এনে ওয়েজবোর্ড রোয়েদাদ সুপারিশ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবি আদায়ে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি পেশ, বিভিন্ন ইউনিটে ইউনিটে বিক্ষোভ-সমাবেশসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে। সমাবেশে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ জুন সন্ধ্যায় দৈনিক আজাদী, ১৮ জুন দৈনিক পূর্বদেশ ও দৈনিক কর্ণফুলী পত্রিকায় সভা; ১৯ জুন সকালে ঢাকার পত্রিকায় কর্মরত প্রতিনিধি ইউনিটের সভা; ২০ জুন সন্ধ্যায় টেলিভিশন ইউনিটের, ২১ জুন সন্ধ্যায় দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ইউনিটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। ২২ জুন তথ্যমন্ত্রীকে স্মারকলিপি পেশ করবে সাংবাদিক নেতারা। সমাবেশে সিইউজে সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৬ জুন ২০১৯/রেজাউল/বকুল