মিডিয়া

ভারতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার জুলাইয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জুলাই মাসের যেকোনো দিন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও  ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার।’ মন্ত্রী জানান, গত ২৫ মে বিটিভির একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি যায়। জুলাই মাসের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে। তবে বেতার সম্প্রচার শুরু হতে আরো কিছুটা সময় লাগতে পারে । রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/নঈমুদ্দীন/ইভা