মিডিয়া

এসএ টিভির সংবাদকর্মীদের ছাঁটাইয়ে ডিআরইউর উদ্বেগ

বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভিতে কর্মরত সংবাদকর্মীদের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে ছাঁটাইয়ের ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)।

এ ঘটনায় সংগঠনের পক্ষ উদ্বেগ প্রকাশ করে বুধবার একটি বিবৃতি দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বিবৃতিতে বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়া এসএ টিভির সংবাদকর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এসএ টিভি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

অন্যথায়, ডিআরইউ’র সদস্যদের স্বার্থ রক্ষায় সংগঠন তাদের পাশে দাঁড়াবে এবং উদ্ভুত পরিস্থিতির সকল দায়ভার এসএ টিভি কর্তৃপক্ষকেই বহন করতে হবে। ঢাকা/আসাদ/সনি