মিডিয়া

সংবাদ প্রকাশে নৈতিকতা বজায় রাখুন: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, সংবাদ প্রকাশে নৈতিকতা বজায় রাখতে হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দৈনিক গণজাগরণ পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, সংবাদ প্রকাশে দেশের স্বার্থ বিবেচনায় নিতে হবে। রানা প্লাজা ধ্বংস হওয়ার সময় কিছু সাংবাদিকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, বিবেচনাহীন সাংবাদিকতার কারণে আমাদের তৈরি পোশাক শিল্পের অনেক ক্ষতি হয়ে গেছে। টুইন টাওয়ার ধ্বংস নিয়ে করা প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখা যায়, তারা তাদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

ডেপুটি স্পিকার বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গুরুত্বপূর্ণ এ অঙ্গটিকে ঠিক রাখতে হলে প্রতিটি সংবাদ যাচাই-বাছাই পূর্বক প্রকাশ করতে হবে। নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও সময়োপযোগিতার কথা মাথায় রাখতে হবে। এমন কোনো সংবাদ পরিবেশন করা উচিৎ হবে না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ঢাকা/আসাদ/সাইফ