মিডিয়া

এনআরবি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রাসেল

সেন্টার ফর এনআরবি অ্যাওয়ার্ড-২০২০ পেলেন বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেল।

প্রবাসী ব্যবসায়ীদের বিষয়ে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

আজ শনিবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (সেন্টার ফর এনআরবি) আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেয়া হয়।

রুহুল আমিন রাসেলের হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কূটনীতিক তালাত খলিফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি সভাপতি এম. এস সেকিল চৌধুরী।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটিতে কর্মরত রুহুল আমিন রাসেল। এর আগে তিনি সংবাদ, ভোরের কাগজ, দিনের শেষে, ভোরের ডাক ও সাপ্তাহিক একতায় কর্মরত ছিলেন। তিনি বিগত দেড় দশকের বেশি সময় সাংবাদিকতা পেশায় জড়িত।

 

ঢাকা/সাজেদ