মিডিয়া

সাংবাদিকদের ওপর হামলা, সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ঘটনার পরপরই আমরা নিন্দা জানিয়েছি। সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচনের দিন যে হামলা হয়েছিল, সে হামলার পেছনে যারা যুক্ত ছিল বলে সন্দেহজনক তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার তাতীবাজারের ঘটনা নিয়েও গ্রেপ্তার হয়েছে। সব হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করছে। দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল, রেডিও ও টেলিভিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বেশি বিকশিত হয়েছে।

 

ঢাকা/আসাদ/সাইফ