মিডিয়া

সাংবাদিক মুজতাহিদ ফারুকীর মায়ের মৃত্যু, ডিআরইউর শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সহকারী সম্পাদক মুজতাহিদ ফারুকীর মা বেগম সুরাইয়া ফারুকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সোয়া ৮টায় জামালপুর জেলার ট্রিটপল্লা ইউনিয়নের জামতলি বাজার সংলগ্ন নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে মারা যান তিনি।

বেগম সুরাইয়া ফারুকী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ভাষা সৈনিক প্রিন্সিপাল আশরাফ ফারুকীর সহধর্মিনী। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৬ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

মুজতাহিদ ফারুকীর মায়ের মৃত্যুতে আজ ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

নেতৃবৃন্দ  ডিআরইউ পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

ঢাকা/নঈমুদ্দীন/রফিক