মিডিয়া

শত পর্বে গ্রীন এইচআর প্রফেশনালস  

নতুন বছরের প্রথম দিনে পাঠচক্রের ১০০তম পর্ব শেষ করলো গ্রীন এইচআর প্রফেশনালস বাংলাদেশ। শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করছে সংগঠনটি।

শহরকেন্দ্রিক ব্যস্ত জীবনে প্রচুর সময় নষ্ট হচ্ছে ইউটিউব, টেলিভিশন এবং মোবাইল ফোনে। অথচ আমরা বলি, আমাদের হাতে সময় নেই। এসব কারণে আমাদের অভ্যাসগুলো দিন দিন নেতিবাচক হয়ে যাচ্ছে। আমরা চাইলে সময়গুলো ইতিবাচক কাজে লাগাতে পারি। সেই ভাবনা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মানব সম্পদ কর্মকর্তাদের নিয়েই গ্রীন এইচআর-এর পথচলা শুরু।

গ্রীন এইচআর-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিইও রওশন আলী বুলবুল বলেন, ‘গ্রীন এইচআর প্রফেশনালস-এর উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যেক প্রতিষ্ঠানে গ্রীন এইচআর-এর গ্রাউন্ড তৈরি করা। নতুন আইডিয়া ও জ্ঞান আহোরণ করা এবং পেশাগত জীবনে দক্ষতা অর্জন করা। গ্রীন এইচআর প্রফেশনালস মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে কাজ করে।’

এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তিন বছর আগে। এই করোনাকালেও সংগঠনের কার্যক্রম থেমে নেই। জুম অ্যাপের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সবাইকে সম্পৃক্ত করে লার্নিং প্রোগ্রাম সচল রাখা হয়েছে। এ প্রসঙ্গে রওশন আলী বুলবুল বলেন, ‘আমরা ইতোমধ্যে পাঠচক্রের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১২টি বড় প্রোগ্রাম করেছি। এছাড়াও ট্রেইনারদের জন্য তিনটি ‘টিওটি’ প্রোগ্রাম শেষ করেছি এবং আমাদের পরবর্তী উদ্দেশ্য মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা।’

এইচআরদের এই ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম, সব পেশাজীবীদের যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রওশন আলী বুলবুল মনে করেন। তিনি বলেন, ‘এই স্টাডি সার্কেলের মাধ্যমে সবাই নতুন নতুন অনেক কিছু শিখতে পারছে যা আমাদের সবার অফিসিয়াল ও পার্সোনেল লাইফে কাজে লাগবে।’

বর্তমানে গ্রীন এইচআর প্রতি মাসে জুমের মাধ্যমে একটি করে কর্মশালার আয়োজন করছে। সংগঠনটির মূখ্য উদ্দেশ্য প্রতিটি কর্পোরেট প্রতিষ্ঠানে গ্রীন এইচআর প্রতিষ্ঠা করার জন্য কাজ করা যাতে মালিকপক্ষ ও চাকরিজীবী সবাই উপকৃত হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজেও এই সংগঠনটি নিয়মিত অংশগ্রহণ করছে।

এফবিএইচআরও-এর সভাপতি ও আইসিডিডিআরবি-এর হেড অব এইচআর মোশারেফ হোসেন বলেন, ‘যেখানে সবাই পড়ালেখা থেকে বিমুখ হয়ে গেছে, সেখানে গ্রীন এইচআর স্টাডি সার্কেল করছে এবং ১০০ পর্ব শেষ করেছে। সদস্যদের জানার প্রতি আগ্রহী করে তুলছে। এটি সময় উপযোগী মহৎ উদ্যোগ।’

আমান গ্রুপের এইচআর ম্যানেজার জনাব সৈয়দ আকরাম হোসেন জানালেন, তিনি প্রায় প্রথম থেকেই আছেন এই কার্যক্রমে। নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে তিনি যুক্ত হয়েছেন গ্রীন এইচআর-এ। গ্রীন এইচআর-এর অপর সদস্য এইচ এম ইকরাম বলেন, ‘এই স্টাডি সার্কেলের মাধ্যমে আমি নতুন অনেক কিছু শিখছি যা আমার অফিসিয়াল ও পার্সোনেল লাইফে কাজে লাগবে।’ আমি মনে করি গ্রীন এইচআর বাংলাদেশে এইচআর-এর ধারা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছড়াও প্রণব, আসিফসহ অন্য সদস্যরা এই সংগঠনটি সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান।

জনাব মশিউর রহমানের গান পরিবেশনের মধ্য দিয়ে ১০০তম পর্বের কার্যক্রম শেষ হয়।