মিডিয়া

রাইজিংবিডির ভারপ্রাপ্ত সম্পাদক হলেন এম এম কায়সার

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন স্বনামধন্য গণমাধ্যমকর্মী এম এম কায়সার।

সোমবার (১ মার্চ) বিকেলে এম এম কায়সারের যোগদান উপলক্ষে রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাইজিংবিডির প্রকাশক এসএম জাহিদ হাসান, রাইজিংবিডির পরিচালনা কমিটির সভাপতি ও ওয়ালটন হাই-টেকের ডিএমডি হুমায়ুন কবির, উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, নির্বাহী সম্পাদক তাপস রায়, বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হকসহ প্রতিষ্ঠানের সব কর্মী উপস্থিত ছিলেন।

বরণ অনুষ্ঠানে রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, ‘আজ মার্চের প্রথম দিন। এ মাসটি আমাদের জীবনের অন্যতম অর্জনের মাস। এ বছর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পা রাখলাম। ৫০ বছরের পথপরিক্রমায় আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। আমরা উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছি। একই সঙ্গে কয়েক বছরের পথচলায় রাইজিংবিডিরও অনেক অর্জন আছে।  এরইমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মূলধারার গণমাধ্যম হিসেবে রাইজিংবিডি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ নতুন একজন অভিভাবক যোগ হলো। আমরা আশা করব, রাইজিংবিডি পরিবারের সব সদস্যের সমন্বিত প্রচেষ্টায় আমাদের (রাইজিংবিডি) অবস্থান আর সুসংহত করতে পারব।’

রাইজিংবিডি পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবীর বলেন, ‘ইতিবাচক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় আরকেটি রাইজিংবিডি খুঁজে পাওয়া যাবে না। রাইজিংবিডি কখনো উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তি আক্রোশে সংবাদ পরিবেশন করে না। সত্যিকার অর্থেই রাইজিংবিডি মানুষের কথা বলে, দেশের কথা বলে, সংস্কৃতি নিয়ে কথা বলে।’

উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম বলেন, ‘ফাগুনের মাহেন্দ্রক্ষণে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আমাদের সাথে যোগদান করেছেন এম এম কায়সার।  আশা করি, তার হাত ধরে রাইজিংবিডি আগামীতে আরও ভালো অবস্থানে যাবে।’

তিনি আরও বলেন, ‘রাইজিংবিডি এরইমধ্যে দেশে ইতিবাচক ব্র্যান্ডিং তৈরি করেছে। দেশের পাঠকশ্রেণির বড় অংশ রাইজিংবিডির সংবাদের ওপর নির্ভর করে। এই অবস্থানে আসার পেছনে আমাদের অর্জন যতটা, ঠিক ততটাই দ্বায়বদ্ধতাও আছে।’

নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, ‘আজ মার্চের প্রথম দিন। আমাদের ইতিহাসে এ দিনটি তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে  রাইজিংবিডির জন্যও আজকের দিনটি তাৎপর্যপূর্ণ হবে। রাইজিংবিডির তরফ থেকে ও ফিচার বিভাগের তরফ থেকে তাকে স্বাগত জানাচ্ছি।’

সদ‌্য যোগ দেওয়া ভারপ্রাপ্ত সম্পাদক এম এম কায়সার বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে, ওয়ালটন যেভাবে নাম্বার ওয়ান হওয়ার লক্ষ্যে স্থির, তেমনই রাইজিংবিডিকেও আমরা নাম্বার ওয়ান করব।  এ লক্ষ্যে আমরা একটি টিম হয়ে কাজ করব।’

তিনি বলেন, ‘অনলাইনের যুগে প্রথাগত গণমাধ্যমের সঙ্গে অনেক পার্থক্য তৈরি হয়েছে। অনলাইনে যখন ঘটনা, তখনই পাঠককে সংবাদ জানাতে হয়, তাই আমাদের চ্যালেঞ্জও বেশি।’

প্রসঙ্গত, এম এম কায়সার দেশের গণমাধ্যম জগতে পরিচিত মুখ। তিনি দীর্ঘ ২৮ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক মানবজমিন, দৈনিক সকালের খবর, বার্তা২৪ ডটকমসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করেছেন।