মিডিয়া

দক্ষিণ কোরিয়ায় তরুণদের জন্য গণমাধ্যম শিক্ষা বিষয়ক ওয়েবিনার

দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন এইচডাব্লিউপিএল-এর উদ্যোগে তরুণদের জন্য গণমাধ্যম শিক্ষার ওপর একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় বিকাল ৩টায় ‘আমরা শান্তির জন্য কী করতে পারি’ শীর্ষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক ইয়ুথ পিস গ্রুপ বা আইপিওয়াইজি, এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউটের ব্রডকাস্টিং কনসাল্টেন্ট ও প্রোগ্রাম ম্যানেজার প্রভাষক নাবিল তিরমিযি এবং বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম কর্মীরা অংশ নেন। 

জাতিসংস্থার ইসিওএসওসি-এর অনুমোদিত শান্তি সংস্থাটির আজকের অনুষ্ঠানটি গণতন্ত্র ও নাগরিক অধিকার সম্পর্কে জ্ঞান ও কারিগরি শিক্ষা দানের ভূমিকায় কাজ করবে।

অনুষ্ঠানটি দুই অংশে বিভক্ত ছিল। প্রথম অংশটি ছিল ‘মিথ্যা তথ্যের এ যুগে মিডিয়া লিটারেসি ও নেটিজেনশিপ’ পরের অংশ ছিল ‘মিডিয়া লিটারেসি ফর পিস’ শিরোনামে।

মিডিয়া ইন টাইমস অফ ইনফোমেডিক নামে সূচনা বক্তব্যের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করেন নাবিল তিরমিযি। তিনি তরুণদের গণমাধ্যম স্বাক্ষরতা ও নেটিজেন অধিকারের ওপর গুরুত্বারোপ করেন।