মিডিয়া

স্বাধীনভাবে কাজ করছে গণমাধ্যম: তথ্যমন্ত্রী 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে।  

বুধবার (৭ জুলাই) মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য অধিদফতর সংকলিত ‘অনশ্বর বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। 

‘বিভিন্ন সংস্থা সময়ে সময়ে নানা দেশের গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে নানা বিবৃতি, প্রতিবেদন দেয়, যা বাস্তবতার সঙ্গে মেলে না’ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, কিছু কিছু সংস্থা বিশেষ মহলের প্ররোচনায় বিবৃতি বিক্রি করে বলেই সেগুলো ত্রুটিপূর্ণ হয়। 

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব মো. মকবুল হোসেন, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং পিআইডির জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন,   বাঙালি জাতিসত্ত্বার পরিচয় জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।

তথ্য সচিব মো. মকবুল হোসেন বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন।