মিডিয়া

সংসদ টিভির জন্য ক্যামেরা কেনার সুপারিশ 

সংসদ টেলিভিশনের স্টুডিওতে ব্যবহারের জন্য ৩টি ক্যামেরা ও বাইরে ব্যবহারের জন্য ১টি ক্যামেরা এবং ২টি এডিট প্যানেল ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সংসদ ভবনে সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ৯ম সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, অপরাজিতা হক, শবনম জাহান এবং নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।

সভায় ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটির ওপর ১৫ পর্বের ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান এবং ‘শত উক্তিতে বঙ্গবন্ধু’ শিরোনামে ভিডিও চিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে কমিটির পক্ষ থেকে কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।