মিডিয়া

বন্ধ হয়ে গেলো অ্যালেক্সা ডটকম

দীর্ঘ ২৫ বছরের পরিষেবা শেষে বন্ধ হয়ে গেলো অ্যামাজনের মালিকানাধীন অ্যানালাইসিসভিত্তিক ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম। রোববার (১ মে) থেকে তাদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অ্যালেক্সা ডটকম এক নোটিশে জানিয়েছে।

নোটিশে বলা হয়েছে, দুই দশকের বেশি সময় ধরে ডিজিটাল গ্রাহক খুঁজতে, তাদের কাছে পৌঁছাতে সাহায্য করার পর আমরা অবসরে গেলাম। এই দীর্ঘ সময়ে বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কিওয়ার্ড রিসার্চসহ আরও অনেক কিছুর জন্য আমাদেরকে বেছে নেওয়ায় আপনাদের ধন্যবাদ।

এর আগে গত ডিসেম্বরে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ‘অ্যালেক্সা ডটকম ২০২২ সালের ১ মে বন্ধ হয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যামাজনের একটি উদ্যোগ ছিল অ্যালেক্সা ডটকম। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিত এই ওয়েবসাইট। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের র‍্যাংকিং কত তাও দেখা যেত অ্যালেক্সায়।