মিডিয়া

সাংবাদিক বশিরকে হুমকির ঘটনায় ডিআরইউয়ের নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণীর সিনিয়র রিপোর্টার বশির হোসেন খানকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। বশির হোসেন খান এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর-২০৭৫)।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ সোমবার (১ আগস্ট) এক বিবৃতিতে আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

জিডিতে বশির হোসেন উল্লেখ করেন, দৈনিক জনবাণী পত্রিকায় ‘অর্থ আত্মসাত প্রমাণের পরেও তিনি পুরস্কৃত’ শিরোনামে পল্লী সঞ্চয় ব্যাংকের কেরাণীগঞ্জ (দক্ষিণ) থানা শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে তার বিভিন্ন দুর্নীতির বিষয়ক তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করায় মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়।