মিডিয়া

তোয়াব খান স্মৃতি পদক চালু করবে দৈনিক বাংলা

বঙ্গবন্ধুর সাবেক প্রেস সচিব ও দৈনিক বাংলার সম্পাদক সাংবাদিক তোয়াব খানের নামে ‘তোয়াব খান স্মৃতি পদক’ চালু করবে দৈনিক বাংলা। প্রতি বছর একবার করে সাংবাদিকদের এই পদক দেওয়া হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, তোয়াব খান ছিলেন একজন কিংবদন্তী, আপসহীন সাংবাদিক, আমাদের সবার অণুকরণীয়। তার হাত ধরেই পাকিস্তান পরবর্তী দৈনিক বাংলার যাত্রা শুরু হয়। আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে তিনি চাকরি হারিয়েছেন। তারপরও কিন্তু আপস করেননি।

তিনি আরও বলেন, তোয়াব খান ছিলেন একজন আদর্শবান সাংবাদিক। তার হাত ধরে অনেক সাংবাদিক তৈরি হয়েছে। বাংলাদেশে সাংবাদিকতায় তার অবদান অনস্বীকার্য। তার স্মৃতিকে ধরে রাখার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১ অক্টোবর) রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে মারা যান তোয়াব খান।