মিডিয়া

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদে মিলাদুন্নবী পালিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সিটিজেন টাইমসের সৌজন্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বের ত্রাণকর্তা। তিনি না আসলে আমরা আজ মুসলিম বলে পরিচয় দিতে পারতাম না। আমরা তার জন্ম ও মৃত্যু দিনে এমন আয়োজন করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহ আমাদের এই আয়োজন কবুল করুন।

আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) শানে দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ডিএফপির সাবেক প্রধান ইসতিয়াক আহমেদ, ডিআরইউ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান মারুফ, সাংবাদিক আতিক আহমদ, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি গাজী আনোয়ার, সাবেক ইসি সদস্য কামরুজ্জামান বাবলু প্রমুখ।