মিডিয়া

ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল পিআইবি

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সদস্যদের জন্য দুই দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণটি মঙ্গলবার (২১ অক্টোবর) শেষ হয়েছে। 

পিআইবির সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ও বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, কার্য নির্বাহী সদস্য আমিনুল হক ভুইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান শাহীন বলেন, “পিআইবি সাংবাদিকদের মানোন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে এসেছে, এখন কাজের পরিধি আরো বিস্তার লাভ করেছে।”

সামনে সাংবাদিকদের প্রয়োজন অনুযায়ী আরো বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পিআইবি সরবরাহ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কলমের শক্তি ব্যবহার করতে হবে। জুলাই আন্দোলনে ঘটনাপ্রবাহের তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল অনেক বড়। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরো দক্ষতা অর্জন করা। দুই দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন, যা ভবিষ্যতে যে কোনো প্রতিকূল পরিস্থিতি আরো দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সহায়ক হবে।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৩৫ জন সাংবাদিকের উপস্থিতিতে এ প্রশিক্ষণে মোবাইল সেটিংস, মোবাইল শুটিং, ডিজিটাল সাংবাদিকতা ও ফ্যাক্ট চেকিংসহ আরো অনেক বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিয়েছেন দক্ষ ব্যক্তিবর্গ।