অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ ডট কমের হেড অফ আইটি রাইতুল ইসলামের বাবা মিজানুর রহমান মারা গেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মিজানুর রহমান দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাইতুল ইসলামের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিডি২৪লাইভের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ।
শোকবার্তায় তিনি বলেছেন, ‘‘রাইতুল ইসলামের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’’