মিডিয়া

এখন ঐক্যের ডাক এলেও অতীতে অনেক গণমাধ্যম আক্রান্ত হলে সংহতি দেখা যায়নি

জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান বলেছেন, “এখন কিছু সংবাদমাধ্যম আক্রান্ত হওয়ার পর ঐক্যের ডাক এলেও, অতীতে অনেক গণমাধ্যম আক্রান্ত হলে সেই সংহতি দেখা যায়নি।”

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শফিক রেহমান বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় সাংবাদিকতা এখনো বাংলাদেশে সম্মানজনক পেশা হয়নি, আপনারা (সাংবাদিক) যে সম্মানজনক অবস্থায় আছেন তা নয়। অথচ, আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে।”

শফিক রেহমান বলেন, “সাংবাদিকদের আমি বলব আপনারা একটা বিকল্প ব্যবস্থা করে রাখুন। আমি নিজে সঙ্গীত দিয়ে সাংবাদিকতার শুরু করি। আমার কাগজে সঙ্গীতের জন্য আয়োজন থাকে। আপনাদেরও বিকল্প পেশা রাখতে হবে। আপনি যদি শুধুমাত্র সাংবাদিকতার ওপরই নির্ভর করেন, আপনি ভবিষ্যতে দালাল উপাধি পেতে পারেন।”

তিনি আরো বলেন, “এরশাদের আমলে যেমন বিতাড়িত হয়েছি, হাসিনা আমলেও হয়েছি। কিন্তু আমি জানতাম আমি চাইলে মালদ্বীপ, ইউরোপ, আমেরিকা কিংবা ইংল্যান্ডে গিয়ে কাজ করতে পারব। কারণ আমার হাতে সাংবাদিকতার বাইরে আরো দক্ষতা ছিল।”

বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও শফিক রেহমান বলেন, “ঐক্য টেকসই করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঐক্য চাই, কিন্তু সেটি হতে হবে নীতির ভিত্তিতে।”

এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, “সম্মানিত সাংবাদিক হতে হলে কষ্ট করতে হবে, পড়তে হবে। এই সম্মান আপনাদেরই ফিরিয়ে আনতে হবে।”