মিডিয়া

বিজনেস স্ট্যান্ডার্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে বিজনেস স্ট্যান্ডার্ড কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যবস্থাপনা সম্পাদক খালেদ মাসুদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

এ সময় ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন, অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. আরজু হোসাইন।

বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার আমির মাহবুব, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফাহিম মুনতাসির মাসুমসহ অন্য কর্মকর্তারা।