মটো কর্নার

ঘুড়ির সুতায় প্রাণ গেল বাইকারের

ঘুড়ির সুতায় প্রাণ গেল এক বাইকারের। ভারতের কর্ণাটক রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে এনডিটিভি অনলাইন। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সঞ্জুকুমার হোসামানি নামের ৪৮ বছর বয়সী এক বাইকার কর্ণাটকের বিদার জেলার তালামাদগি ব্রিজের কাছে বাইক চালিয়ে যাচ্ছিলেন। রাস্তার ওপারে একটি ঘুড়ির শক্ত সুতা তার গলায় আঘাত করে। এতে তার গলায় গভীর ক্ষত তৈরি হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। বাইক থেকে পড়ে যাওয়ার সময় তিনি কোনোভাবে তার মেয়ের নম্বরে ডায়াল করতে সক্ষম হন। 

ওই সময় একজন পথচারী তাকে দেখতে পান এবং ক্ষতস্থানে কাপড় দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, কিন্তু যতক্ষণে এটি পৌঁছায়, হোসামানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।

এই ঘটনার পর হোসামানির আত্মীয়স্বজন এবং স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে বিক্ষোভ করেন। তারা নাইলন সুতা দিয়ে ঘুড়ি ওড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মান্না এখেলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো ভারতের অনেক জায়গায় একটি ঐতিহ্য। আগে গুঁড়ো কাচ দিয়ে লেপা সুতা ঘুড়ি ওড়ানোর জন্য ব্যবহার করা হত। কিন্তু গত কয়েক বছর ধরে অনেক এলাকায় নাইলনের সুতা ব্যবহার করা হচ্ছে।