মুজিববর্ষ

জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে ইআরডির আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

এ উপলক্ষে আগামী ১১ জানুয়ারি শনিবার রাজধানীর হাতিরঝিলে এমফিথিয়েটারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে জাতির পিতার জীবন দর্শন এবং তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার কথা তুলে ধরা হবে। আলোচনা সভায় বিশেষ্টজনরা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া, দেশের খ্যাতিমান সংগীতশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জমকালো আতশবাজি প্রদর্শনী হবে।

 

ঢাকা/হাসনাত/রফিক