মুজিববর্ষ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৭ মার্চ) রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির প্রধান কার্যালয় বলাকায় সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করে।

সকালে জাতীয় পতাকা ও সংস্থার নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনূষ্ঠান শুরু হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনসহ বিমানের সকল পরিচালকবৃন্দ, পদস্থ কর্মকর্তা ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা মোনাজাত করেন। মোনাজাতে বিমানের সকল পর্যায়ের উন্নয়ন, সকলের সুস্বাস্থ্য কামনা এবং জাতির পিতাকে স্মরণ করা হয়। প্রধানমন্ত্রীসহ জাতির কল্যাণ কামনা করা হয়।

মোনাজাত শেষে ব্যবস্থাপনা পরিচালক প্রধান কার্যালয়ের লবিতে কেক কেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘জাতির এক ক্রান্তিলগ্নে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এয়ারলাইন্সকে একটি বিমান উপহার হিসেবে দান করেন।’

মো. মোকাব্বির হোসেন সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সেবাধর্মী আচরণ নিয়ে জাতীয় পতাকাবাহী সংস্থা-কে আরো উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্যে আহ্বান জানান। ঢাকা/হাসান/জেনিস