মুজিববর্ষ

শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার আহ্বান

শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ ও লালন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মঙ্গলবার (১৭ মার্চ) সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাব চত্বরে গাছের চারা রোপণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।

উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৩ লাখ বৃক্ষরোপণ করা হচ্ছে। যার মধ্যে হলুদ পলাশ, নীলমনিসহ বিভিন্ন ফুল ও ফল গাছের চারা রয়েছে।

 

ঢাকা/আসাদ/ইভা