জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ ফি বেড়েছে

ক্রীড়া প্রতিবেদক : টানা সপ্তমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ জাতীয় ক্রিকেট লিগ। এবারের এই আসরে ম্যাচ ফি বেড়েছে। বেড়েছে ভ্রমণ ভাতা ও দৈনন্দিন ভাতাও। জাতীয় ক্রিকেট লিগে আগে ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা। সেটা ৩৫ হাজার টাকা করা হয়েছে। ভ্রমণ ভাতা আগে যেখানে ২ হাজার টাকা করে দেওয়া হত এই আসরে সেটা ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দৈনন্দিন ভাতা দেওয়া হবে ১৫০০ টাকা করে। আগে যেটা ছিল ১০০০ টাকা।’ এ বিষয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৯তম জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু হতে যাচ্ছে। বরাবরের মতো এবারও ওয়ালটন গ্রুপকে আমরা পাশে পেয়েছি। আগামী বছর পর্যন্ত তাদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। এ বছর আগের আসরগুলোর চেয়ে ম্যাচ ফি বেড়েছে। আগে ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা। সেটা ৩৫ হাজার টাকা করা হয়েছে। ভ্রমণ ভাতাও বেড়েছে। আগে যেখানে ২ হাজার টাকা করে দেওয়া হত এই আসরে সেটা ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দৈনন্দিন ভাতাও বেড়েছে। এবার ডেইল অ্যালাউন্স দেওয়া হবে ১৫০০ টাকা। আগে যেটা ছিল ১০০০ টাকা।’

   

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল