জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

মাশরাফিকে দেখতে খুলনায় দর্শক সমাগাম

আব্দুল্লাহ এম রুবেল, খুলনা থেকে:  আন্তর্জাতিক সিরিজে দর্শক চাপ সামলাতে হিমশিম খেতে হয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সেখানে ঘরোয়া ক্রিকেটে ভিন্ন চিত্র।  স্টেডিয়ামের গেট খোলা রেখেও দর্শকদের মাঠমুখী করা যায় না। ঘরোয়া ক্রিকেটে দর্শক খরা নতুন কিছু নয়। তবে বিশেষ উপলক্ষ্যে মাঠে দর্শকদের উপস্থিতি বেড়ে যায়। আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তা টের পাওয়া গেল ভালোভাবেই।  ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগ আজ থেকে মাঠে গড়িয়েছে। চ্যাম্পিয়ন খুলনার হয়ে আজ মাঠে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। শুধু মাশরাফির জন্য আবু নাসেরে দর্শকদের ভিড়। মাশরাফি আজ খেলবেন তা গণমাধ্যমের মাধ্যমে আগেই জেনে গেছেন মাশরাফি ভক্তরা। তাতেই শেখ আবু নাসের স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম পার্শ্বের গ্যালারি প্রায় পূর্ণ ছিলো। নারী দর্শকদের উপস্থিতি পাওয়া গেছে। মাশরাফির প্রতিটি বলে দর্শকরা হাততালি দিয়ে উৎফুল্ল প্রকাশ করেছে।

 

নগরীর ফুলবাড়িগেট থেকে চার বন্ধুকে নিয়ে খেলা দেখতে আসেন সৌরভ। রাইজিংবিডি’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘খুলনাতে এমনিতেও খুব একটা খেলা হয় না। এই ম্যাচে মাশরাফি খেলছেন। মাশরাফির খেলা সামনে থেকে দেখা হয়নি অনেক দিন। তাই সুযোগ মিস করতে চাই নি। সকালেই চলে এসেছি।’ খুলনা পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী শাহনাজ এসেছেন তার তিন বন্ধুকে নিয়ে,  তিনিও একই রকম কথা বলেছেন, ‘মাশরাফির খেলা দেখতেই এসেছি।’ নড়াইল থেকে মাশরাফির চার বন্ধুসহ ৮ জন এসেছেন খেলা দেখতে। সঞ্জীব বিশ্বাস সাজু তাদের অন্যতম। তিনি বলেন,‘ মাশরাফি এত কাছে খেলছে, তাই দলবেধে চলে এসেছি আমরা।’

   

রাইজিংবিডি/খুলনা/১৫ সেপ্টেম্বর ২০১৭/রুবেল/ইয়াসিন/শামীম