জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক: ‘ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগর প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়। খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭১ রান করে রংপুর বিভাগ। দলটির হয়ে নাঈম ইসলাম ও ধীমান ঘোষ সেঞ্চুরি করেন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় খুলনার। এনামুল হকের সেঞ্চুরিতে কোনো উইকেট না হারিয়ে ১৮৫ রানে গতকাল দ্বিতীয় দিন শেষ করে খুলনা। এনামুলের ১০৫ রানের সঙ্গে ৬৭ রানে অপরাজিত রয়েছেন রবিউল ইসলাম রবি।  ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মৌসুমের প্রথম সেঞ্চুরিটি আসে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। তার সেঞ্চুরিতে ভর করে ঢাকা মেট্রো স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৪ রানে অলআউট হয়। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল ১৩০ রানেই অলআউট হয় চট্টগ্রাম বিভাগ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল ১২ রানে দুই উইকেট হারায় ঢাকা মেট্রো। সিলেট বিভাগ বনাম রাজশাহী বিভাগ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে সিলেট বিভাগকে ১২৮ রানে অলআউট করেছে রাজশাহী বিভাগ।এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে আরও বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক রাজশাহী বিভাগ। সায়েম আলম রেজভির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৯ রানেই অলআউট হয় রাজশাহী। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল ১১৯ রান তুলতেই ৬ উইকেট হারায় সিলেট বিভাগ। বরিশাল বিভাগ বনাম ঢাকা বিভাগ ভেজা আউটফিল্ডের কারণে কক্সবাজারের একাডেমি মাঠে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়। গতকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বরিশালের বিপক্ষে ঢাকা বিভাগের শুরুটা দুর্দান্ত হয়। সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ৩০৯ রান করে গতকাল দ্বিতীয় দিন শেষ করে ঢাকা বিভাগ। দলটির হয়ে সাইফ হাসান ১০৬ ও রাকিবুল হাসান ৪৫ রানে অপরাজিত রয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৭/শামীম