জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

তুষারের ২৪তম সেঞ্চুরি, মেহেদীর তৃতীয়

ক্রীড়া প্রতিবেদক: প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই তুষার ইমরানের। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সেঞ্চুরি পেয়ে নাঈম ইসলাম তুষারের থেকে এক ধাপ পিছিয়ে ছিলেন। তুষারের মনে হলো, নিজের রেকর্ডটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া উচিত! তাই খুলনায় আজ ২৪তমসেঞ্চুরির স্বাদ নিলেন ডানহাতি এ ব্যাটসম্যান। শুধু সেঞ্চুরি করেননি তুষার, সাফল্যের চূড়ায় উঠছেন ৩৩ বছর বয়সি এ ক্রিকেটার। ২৩ সেঞ্চুরি নিয়ে এবারের লিগ শুরু করেছিলেন তুষার ইমরান। প্রথম রাউন্ডে নাঈম ইসলামের রংপুরের বিপক্ষে মাত্র এক ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। ৫৪ রান করেছিলেন ওই ইনিংসে। অন্যদিকে নাঈম ইসলামের প্রথম রাউন্ডে হাঁকান ২২তম সেঞ্চুরি।

নাঈমের থেকে একধাপ এগিয়ে ছিলেন তুষার। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়ে নিজেকে ছাড়িয়ে গেলেন। মৌসুমের প্রথম সেঞ্চুরি পেতে তুষার খেলেছেন ১৬৩ বল। ১৯৮ মিনিট ক্রিজে থেকে ১৪ চারে ইনিংসটি সাজিয়েছেন। তুষার ইমরানের সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন খুলনার তরুণ ক্রিকেটার মেহেদী হাসান। সম্প্রতি বিসিবির এইচপি দলের হয়ে ইংল্যান্ড সফর করে আসা মেহেদী ১৮৩ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। তৃতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত এ দুই ব্যাটসম্যান দুইশ রান করেছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন