জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। দেশের চারটি মাঠে লড়ছে আটটি দল। সকাল ৯টা ৩০ মিনিটে ম্যাচগুলো শুরু হয়েছে। খুলনা বিভাগ-বরিশাল বিভাগ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগকে আতিথ্য দিয়েছে খুলনা বিভাগ। টস জিতে প্রথম দিন ব্যাটিং করতে নেমে খুলনা বিভাগ ৩ উইকেটে ৩৪৮ রান করে। মোহাম্মদ মিথুন ৮ ও মেহেদী হাসান ১৬৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ডা্বল সেঞ্চুরির পথে রয়েছেন ডানহাতি ব্যাটসম্যান মেহেদী হাসান। চট্টগ্রাম বিভাগ-রাজশাহী বিভাগ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলছে চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগ। প্রথম দিন ২ উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে চট্টগ্রাম বিভাগ। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৪৩ ওভার। তবে আজ সকাল থেকেই খেলা শুরু হয়েছে। বগুড়া ও কক্সবাজার স্টেডিয়ামে প্রথম দিন একটি বল মাঠে গড়ায়নি। মাঠ ভেজা থাকায় খেলা হয়নি। দ্বিতীয় দিনেও একই অবস্থা। স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছে, খেলা শুরু হতে বিলম্ব হবে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/শামীম