জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

ঘুড়ে দাঁড়াবে বরিশাল, বিশ্বাস ৭ উইকেট নেয়া মনিরের

আব্দুল্লাহ এম রুবেল : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খুলনায় বরিশালের বিপক্ষে ভালো অবস্থানে বরিশাল বিভাগ। প্রথম ইনিংসে তারা ৪৪৪ রান সংগ্রহ করেছে। খুলনার এত বড় স্কোরে মেহেদী হাসানের ১৭৭ আর তুষার ইমরানের ১৩২ রানের জোড়া শতকই বড় অবদান। তবে খুলনার এত বড় সংগ্রহের মাঝেও নজর কেড়েছেন বরিশালের স্পিনার মনির হোসেন। খুলনার ৭ ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানের পথ চিনিয়েছেন তিনি। নিজের বোলিং নিয়ে দারুণ খুশি মনির। তবে দলের অবস্থান নিয়ে কিছুটা চিন্তায়। যদিও ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করবে বলে বিশ্বাস এখনও পর্যন্ত বরিশালের হয়ে সেরা এই পারফরমারের। শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনের ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন। নিজের বোলিং নিয়ে মনির রাইজিংবিডিকে বলেন, ‘শুরু থেকেই লক্ষ্য ছিল উইকেট পাওয়ার। কিন্তু খুলনার উইকেটটা পুরোপুরি ব্যাটসম্যানদের জন্য। এখানে বোলারদের খুব একটা কিছু করার থাকে না। ব্যাটসম্যানরা ভুল করলে তখনই উইকেট পড়ে যায়। তবে আমি সাধ্যমত চেষ্টা করছি, ফলও পেয়েছি।’ দলের এই অবস্থানে খুব একটা ভালো না হওয়ায় সেই খুশি খুব একটা দেখা যাচ্ছে না তার চোখে মুখে। তবুও নিজের সন্তুষ্টির কথা জানান তিনি। বলেন, ‘হ্যাঁ ৭ উইকেট পেলে তো খুশি লাগবেই, সে জন্য ভালো লাগছে। নিজের দল নিয়ে বলেন, শুরুতে আমরা দ্রুত উইকেট হারিয়েছি, মাশরাফি ভাই, রাজ ভাই ভালো বল করেছেন। তবে আমাদের কামব্যাক করার দারুণ সুযোগ আছে। এখনও ম্যাচের দুই দিন বাকি। আমাদের এই দুইজন ব্যাটসম্যান ক্রিজে সেট হয়ে গেছেন। ম্যাচে ভালোভাবেই কামব্যাক করতে পারব বলে আমার বিশ্বাস।’ উইকেট নিয়ে কিছুটা হতাশা আছে মনিরের। বলেন, ‘এখানে বোলারদের জন্য আসলেই কিছু করার নেই। পুরোপুরি ব্যাটিং স্বর্গ। আমরা কাল সেই সুবিধা কাজে লাগিয়েই ম্যাচে ফিরব।’ রাইজিংবিডি/খুলনা/২৩ সেপ্টেম্বর ২০১৭/রুবেল/আমিনুল