জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

রনির ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক : ৬ রানেই নেই ২ উইকেট। ৭৬ রানে ৪টি। সেখান থেকে রনি তালুকদারের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা বিভাগ। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে প্রথম স্তরের এই ম্যাচে বরিশালের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ ৭ উইকেটে ২৩১ রান। মোহাম্মদ শরীফ ৪১ ও জাহিদুজ্জামান ১৭ রানে অপরাজিত আছেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার সকালে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ঢাকার অধিনায়ক শরীফ। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি মোটেই। দ্বিতীয় ওভারেই ডাক মেরে ফেরেন আব্দুল মজিদ। সালমান হোসেনের বলে দ্বাদশ খেলোয়াড় ইসলামুল এহসানের হাতে ক্যাচ দেন ডানহাতি ওপেনার। আগের ম্যাচে আটে নেমে সেঞ্চুরি করা মোশাররফ হোসেন রুবেল এদিন ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে তিন নম্বরে নেমেছিলেন। কিন্তু মাত্র ৪ রান করেই সালমানের পরের ওভারে তিনি বোল্ড হয়ে ফেরেন। ঢাকার সংগ্রহ তখন ২ উইকেটে ৬ রান! দারুণ শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি রকিবুল হাসান। ২৬ বলে ৫ চারে তিনি ২৫ রান করে ফেরার সময় ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ৪৫। থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি শুভাগত হোম (৪৩ বলে ১৮)। তখন ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে ঢাকা।

 

এরপরই পঞ্চম উইকেটে তাইবুর পারভেজের সঙ্গে রনির ৭৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ঢাকা। রনি ফিফটি তুলে নিলেও তাইবুর ফেরেন মাইলফলক থেকে ৪ রান দূরে থাকতে। মনির হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৯০ বলে ৫ চারে ৪৬ রান করেন তাইবুর। ওই ওভারেই ডাক মেরে ফেরেন নাদিফ চৌধুরী। ৫ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে ঢাকা। অন্যপ্রান্তে রনি ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরি দিকে। কিন্তু ৬৮ রানে থামে তার ইনিংস। তানভীর ইসলামের বলে বোল্ড হওয়ার আগে ৩১২ মিনিট উইকেটে থেকে ২২৪ বলে ৫ চারে ইনিংসটি সাজান প্রথম রাউন্ডে সেঞ্চুরি করা ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। ১৮৯ রানে ৭ উইকেট হারানোর পর জাহিদকে সঙ্গে নিয়ে দিনের শেষ ১৫ ওভার নিরাপদে কাটিয়ে দেন অধিনায়ক শরীফ। অষ্টম উইকেটে ৪২ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুজন। প্রথম দিন বরিশালের হয়ে সালমান, মনির ও তানভীর নিয়েছেন ২টি করে উইকেট। একটি উইকেট নুরুজ্জামানের।

   

রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৭/পরাগ