জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

পঞ্চম রাউন্ডে দ্বিতীয় দিনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়ছে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ। ৪ উইকেটে ৩০৭ রানে দিন শুরু করেছে খুলনা বিভাগ। এ প্রতিবেদন লিখা পর্যন্ত খুলনা বিভাগের সংগ্রহ ৩১৬ রান।  প্রথম স্তরের অপর ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ। ৪ উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে রংপুর বিভাগ। প্রথম দিন সেঞ্চুরির স্বাদ পাওয়া নাঈমের সঙ্গে ব্যাটিংয়ে আছেন মাহমুদুল হাসান। দিনের শুরুতে ১৫ রানে আজিমের বলে আউট হন ধীমান ঘোষ। এ প্রতিবেদন লিখা পর্যন্ত রংপুরের রান ৫ উইকেটে ৩৩৯।  দ্বিতীয় স্তরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ সিলেট বিভাগ।  বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা এখনও শুরু হয়নি। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলছে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ।  চট্টগ্রাম বিভাগের করা ২৬০ রানের জবাবে ব্যাটিং করছে রাজশাহী। ২ উইকেটে তাদের সংগ্রহ ৫৮ রান। মিজানুর রহমান ৩০ ও দেলোয়ার হোসেন ৭ রানে ব্যাটিং করছেন। সবগুলো ম্যাচই শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৭/ইয়াসিন