জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে খুলনা

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে বরিশালের বিপক্ষে গতকাল প্রথম দিনই সেঞ্চুরির দেখা পান খুলনার রবিউল ইসলাম রবি। আজ তার সঙ্গে দেড়’শ রানের ইনিংসে খুলনাকে বড় সংগ্রহ এনে দেন জিয়াউর রহমান। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫১১ রানের বড় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা দেয় খুলনা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯৪ রান তুলতেই টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারায় বরিশাল বিভাগ। দ্বিতীয় দিন শেষে খুলনার চেয়ে ৪১৭ রানে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। গতকাল প্রথম দিনে ৫২ রানে অপরাজিত থাকা জিয়াউর রহমান আজ শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন। সেঞ্চুরি তুলে নিতে ১৭১ বল খেলেন তিনি। তার সঙ্গে আজ ১১ রান নিয়ে ব্যাট করতে নামা নাহিদুল ইসলাম ফিফটির দেখা পান। ৮২ বল মোকাবিলা করে ৫৩ রানে আউট হন তিনি। তার সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে তোলেন জিয়াউর রহমান। ষষ্ঠ উইকেট জুটিতে এই রান করেন তারা।

 

সেঞ্চুরির পর দেড়’শ করতে ৪৫ বল খেলেন জিয়াউর। শেষপর্যন্ত ১৫২ রান করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ২২২ বল মোকাবিলা করে ১১ চার ও ৬ ছক্কায় ১৫২ রানের এ ইনিংসটি খেলেন জিয়াউর। তাছাড়া খুলনার হয়ে আজ ৩৭ রানের ইনিংস খেলেন মইনুল ইসলাম। শেষপর্যন্ত ৮ উইকেকেট ৫১১ রান ‍তুলে ইনিংস ঘোষণা করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল বিভাগ। দলীয় ৫ রানেই দুই ওপেনারকে হারানোর পর ৯৪ রানে পৌঁছতেই আর ৪ উইকেট হারায় দলটি। বরিশালের হয়ে রাফসান আল মাহমুদ ১, শাহিন হোসেন ০, ফজলে রাব্বি ৩০ রান করেন। দলটির হয়ে আজ ব্যক্তিগত সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস আসে সালমানের ব্যাট থেকে। খুলনার হয়ে আল আমিন হোসেন, রবিউল ইসলাম শিবলু, নাহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক ১টি করে উইকেট নেন। রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৭/শামীম