জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-২০১৮

বোলিংয়ে শীর্ষে ফরহাদ রেজা

ক্রীড়া প্রতিবেদক : চলছে ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগ। ব্যাট-বলের লড়াইয়ে জমে উঠেছে লিগ। প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। পাঁচ রাউন্ড শেষে বোলিংয়ের শীর্ষে থাকা পাঁচজনের দুইজনই ঢাকা মেট্রোর। ১৭ উইকেট নিয়ে দুইয়ে রয়েছেন নিহাদুজ্জামান। ১৪ উইকেট পেয়েছেন ঢাকা মেট্রোর আরেক স্পিনার মোহাম্মদ শরীফউল্লাহ। ১৮ উইকেট নিয়ে সবার উপরে রাজশাহী বিভাগের ফরহাদ রেজা। ৫ ম্যাচে ৮ ইনিংসে ১৮ উইকেট পেয়েছেন ডানহাতি এ পেসার। দলকে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠাতে বড় ভূমিকা রেখেছেন এ মিডিয়াম পেসার। নিহাদউজ্জামান ৪ ম্যাচে পেয়েছেন ১৭ উইকেট। এইচপি দলের হয়ে ইংল্যান্ড সফরে থাকায় প্রথম রাউন্ডে খেলতে পারেননি। পরবর্তীতে ঢাকা মেট্রোর তাবুতে যোগ দিয়ে বল হাতে মুগ্ধতা ছড়িয়েছেন। ১৪৩ ওভার বোলিংয়ে ১৭ উইকেট পেয়েছেন ডানহাতি এ স্পিনার। খুলনা বিভাগের অধিনায়ক খান আব্দুর রাজ্জাকও পেয়েছেন ১৭ উইকেট। বাঁহাতি স্পিনার বোলিং করেছেন ২০৬ ওভার। মোহাম্মদ শরীফউল্লাহ ১৪১ ওভার বোলিং করে ১৪ উইকেট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। তার সমান ১৪ উইকেট পেয়েছেন বরিশাল বিভাগের মনির হোসেন ও খুলনার পেসার আল-আমিন। কিন্তু রান বেশি খরচ করায় শরীফউল্লাহর পরে তাদের অবস্থান। মনির হোসেন ১৫৩.২ ওভারে ৩৯১ রান দিয়ে ১৪ উইকেট পেয়েছেন। আল-আমিন হোসেন ৩৯৭ রানে পেয়েছেন ১৪ উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ রাউন্ডের খেলা দিয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার পর্দা নামবে। লিগ শেষে বোলিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসে কিনা সেটাই দেখার।  রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/ইয়াসিন/আমিনুল