জাতীয়

নায়িকা হতে কী লাগে?

রাহাত সাইফুল : পর্দায় সিনেমা দেখে অনেকেই নায়িকার প্রেমে পড়েছেন। এটা নতুন খবর নয়। অনেকেই প্রিয় নায়িকাকে দেখতে ছুটে যান প্রেক্ষাগৃহে। কেউ নায়িকার গ্ল্যামার দেখে কেউবা সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছেন। কেউ আবার নায়িকাদের দেখে নিজেও নায়িকা হওয়ার বাসনা করেছেন।তাহলে, নায়িকা হতে কী লাগে? এ প্রশ্নটা মনে আসতেই পারে। এ প্রশ্নের উত্তর খুঁজতে রাইজিংবিডি কথা বলেছে- ঢালিউডের জনপ্রিয় নির্মাতা ও চিত্রনায়িকাদের সঙ্গে।দেলোয়ার জাহান ঝন্টু (নির্মাতা) : নায়িকা হতে হলে প্রথমত তার আউটলুকিং ভালো হতে হবে। দ্বিতীয়ত ফিগার ভালো হতে হবে। তৃতীয়ত নাচতে জানতে হবে। অভিনয় যদি কম পারে, তাহলেও চলে কারণ আমরা অভিনয় শিখিয়ে নিতে পারি। মোটামুটি সংলাপ বলতে পারলে আমরা অভিনয় শিখিয়ে নিতে পারবো। সোহানুর রহমান সোহান (নির্মাতা) : নায়িকাকে সবার পছন্দনীয় হতে হবে। দর্শক যেন তাকে দেখে, তার সবকিছু পছন্দ করে। নায়িকার মধ্যে এই ধরনের গুণাবলী অবশ্যই থাকা চাই। শিক্ষিত হতে হবে। নাচ, ফাইটিং, ড্রাইভিং অভিনয় সর্ম্পকে অভিজ্ঞতা থাকতে হবে। নিজেকে ভালো অভিনেত্রী হতে হবে। একজন পরিচালকের ডিমান্ড অনুযায়ী অভিনয় শৈলী দেখানোর ক্ষমতা তার থাকতে হবে। তার মধ্যে এমন কিছু থাকতে হবে যাতে দর্শক তাকে বার বার দেখতে চায়।মুশফিকুর রহমান গুলজার (নির্মাতা) : বাণিজ্যিক সিনেমার নায়িকা হলে তাকে দেখতে সুন্দর হতে হবে। যাকে দেখে দর্শকের ভালো লাগে। যে ভালো লাগাটা হবে চোখ জুড়ানো। অভিনয়ের প্রতিভা থাকতে হবে। মেধা থাকতে হবে। পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে। সিনেমাটা অনেক কষ্টের কাজ। এখানে ধৈর্য্য ধরে কাজ করতে হবে।দেবাশীষ বিশ্বাস (নির্মাতা) : একজন নায়িকার অবশ্যই গ্ল্যামার থাকতে হবে। দর্শকদের আর্কষণ করার মোহনীয় ক্ষমতা থাকতে হবে। পর্দায় দেখেই যেন দর্শকের মনে এমন ভাবনা হয় যে, ইস! ওকে যদি আমি পেতাম। ও যদি আমার গার্লফ্রেন্ড হতো কিংবা আমার বউ হতো। অভিনয় ক্ষমতা নিয়ে সবাই জন্মায় না, অভিনয় করতে করতে অভিনয় শিখে। মোট কথা দর্শকের ঘুম কেড়ে নেয়ার মতো ক্ষমতা তার থাকা চাই।মোস্তাফিজুর রহমান মানিক (নির্মাতা) : নায়িকা হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত সৌন্দর্য ও যোগ্যতা থাকা চাই। যোগ্যতার মধ্যে রয়েছে- অভিনয় ও নাচ। 

পপি (চিত্রনায়িকা) : কাজের প্রতি আন্তরিক হতে হবে। একটি লক্ষ্য থাকতে হবে। মিডিয়ার সঙ্গে ভালো সর্ম্পক থাকতে হবে। নিজের ইমেজ ধরে রাখতে হবে। পরিশ্রমটা খুব জরুরি।

সিমলা (চিত্রনায়িকা) : একজন অভিনেত্রী হতে হলে তাকে অভিনয় জানতে হবে।  নায়িকা হতে হলে তার চেহারা ভালো থাকা চাই। ইদানিং সময়ে যদি কেউ শুধু নায়িকা হতে চায়, তাহলে তার চেহারা সুন্দর হলেই চলবে।

রত্না (চিত্রনায়িকা) : লুকিং বেটার হতে হবে। প্রথম দেখাতেই তাকে ভালো লাগতে হবে। অন্যান্যদের থেকে তাকে দেখতে আলাদা হতে হবে। এ ছাড়া ড্যান্স, অভিনয়তো জানতেই হবে। অপু বিশ্বাস (চিত্রনায়িকা) : দেখতে সুর্দশন, বডিফিটনেস, অভিনয়গুণ থাকলেই একজন নায়িকা হতে পারবে বলে আমি মনে করি।আঁচল আখি (চিত্রনায়িকা) : আউট লুকিং ভালো, দেখতে সুন্দর হলে নায়িকা হওয়া যায় বলে আমি মনে করছি। কিন্তু অভিনেত্রী হতে হলে অবশ্যই তার অভিনয় দক্ষতা থাকতে হবে।   

   

রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৫/রাহাত/শান্ত /ফিরোজ