জাতীয়

শুরুই করব না || কামরুজ্জামান কামু

                       

কবিতা কেম্নে লেখে! যে যার ব্যক্তিত্ব যদি ভাষায় প্রকাশ করেযে যার ব্যক্তিত্ব যদিনা ঠাহরি গান গায় যে যার নিজের গান গাইতে যদিনা পারি হেথায় কূলে বসে থাকব ফুল লইয়া শুধুই গোলাপ, তবুগোলাপের পাপড়িগুলা তাজা থাকা লাগবে কিন্তুযেহেতু গোলাপফুলে বড় শিশিরের ফোঁটা কিছুক্ষণ তো স্থির থাকবে জানি, তাই-না দেখে গোলাপ ফুল গোলাপ বর্ণনা আমিশুরুই করব না; খালি বসে থাকবনা বসে থাকার মতএই দাঁড়ানো দাঁড়ানো কিম্বাবসে বসে থাকা বড় অর্থহীন লাগে।তাই-অর্থের সন্ধান করিধান বিক্রি করা আর আলু বিক্রি করা আর ছোবলা বিক্রি করা আরযা যা বিক্রি করতে হবে তারসবকিছু বেচে দেওয়া লাগেবলে মনে হয়যেন জয় হবে বলে এ পৃথিবীএত নির্দয়।

রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৫/তাপস রায়