জাতীয়

রোজা শুরু শুক্রবার থেকে

নিজস্ব প্রতিবেদক : বুধবার দেশের কোথাও ১৪৩৬ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

 

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। বৈঠকে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটি এ কথা জানায়।

 

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

 

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার থেকে রোজা শুরু হবে।

     

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৫/নঈমুদ্দীন/নওশের/কমল কর্মকার