জাতীয়

ছয় দিনের ছুটির কবলে শেয়ারবাজার

অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেয়ারবাজারে আগামী ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে যাবতীয় অফিসিয়াল কার্যক্রমও বন্ধ থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

 

ঈদের ছুটির পর ২১ জুলাই থেকে শেয়ারবাজারে পুনরায় লেনদেন শুরু হবে। ওই সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। রমজান মাসে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে শেষ হচ্ছে দুপুর দেড়টায়। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে ১ ঘণ্টা কম লেনদেন হচ্ছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/নিয়াজ/দিলারা