জাতীয়

সোনালী ব্যাংকে চাকরি না পাওয়াদের মানববন্ধন

অর্থনৈতিক প্রতিবেদক : সোনালী ব্যাংকে চাকরির জন্য ২০১৪ সালে ১ লাখ ৪০ হাজার প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১ হাজার ৪০০ জনকে চাকরির জন্য নির্বাচিত করা হয়। কিন্তু তাদের থেকে বেশি বা তাদের সমান নম্বর পেয়েও ৫ হাজার প্রার্থী অযোগ্য বিবেচিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ অভিযোগ করেন বঞ্চিত এই প্রার্থীরা।

 

তারা বলেন, সোনালী ব্যাংকে আমরা অপেক্ষমান প্রার্থী। এখানে চাকরির জন্য অপেক্ষা করতে করতে অনেকে চাকরির বয়স শেষ করে ফেলেছি। বিআরসি রিক্রুটমেন্টে ৪৫ নম্বর পেলে ব্যাংকে দ্বিতীয় শ্রেণির ও ৬০ নম্বর পেলে প্রথম শ্রেণির পদে চাকরি হতো। কিন্তু আমাদের শুধু ৫৫ নম্বরের বেশি প্রাপ্তদের মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছে। এতো স্ট্যান্ডার্ড নম্বর পাওয়ার পরও আমাদেরকে হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

 

এ ধরনের বঞ্চিত ৫ হাজার চাকরি প্রার্থী এ ব্যাপারে সুবিবেচনা করার জন্য ব্যাংক পর্যদের চেয়ারম্যান এবং পরিচালকদেরকে ১০ দিন সময় বেধে দিয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/মামুন/শাহনেওয়াজ