জাতীয়

জেলেদের অর্থ ও মালামাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : জেলেদের জন্য ভিজিএফ ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ ও মালামাল বিতরণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর, স্থানীয় নামধারী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার।

 

জাতীয় প্রেসক্লাবের বর্ধিত হলরুমে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ অভিযোগ করেন তিনি।

 

আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মৎস্য বিভাগ ও ত্রাণ মন্ত্রণালয় দরিদ্র জেলেদের ভিজিএফ ও বিকল্প কর্মসংস্থানের জন্য প্রতি মাসে ৪০ কেজি চাল (চার মাস) ও ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও সেই নির্দেশ মানা হচ্ছে না।

 

তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চাল দেওয়ার কথা। জুন মাসে দুই মাসের ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও জেলেদের স্থানীয় চেয়ারম্যানরা ৫০-৬০ কেজি চাল দিচ্ছে। ক্ষতিগ্রস্থ জেলেদের মৎস্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী জাল বিতরণের কথা থাকলেও সেই জাল টেন্ডারের মাধ্যমে প্রতি কেজি ৩৫০ টাকা মূল্যে দিচ্ছে। জেলেরা ১০ হাজার টাকার পরিবর্তে পাচ্ছে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা।

 

এ সময় তিনি দরিদ্র জেলেরা সাহায্য যাতে ঠিকমত পায়, তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আনন্দ চন্দ্র বর্মন, সদস্য মো. হারুন আকাশ প্রমুখ।

       

রাইজিংবিডি/ঢাকা/০২ জুলাই ২০১৫/নাসির/বকুল