জাতীয়

বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক : বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

শুক্রবার সকাল থেকে মসজিদ এলাকায় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর আগে প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার করা না হলে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।

 

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এবং দক্ষিণ গেট এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। পুরাতন পল্টন এলাকাতেও অতিরিক্ত পুলিশ সদস্যরা রয়েছেন।

 

এ ছাড়াও দৈনিক বাংলার মোড় এলাকাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এসআই শফিক জানান, জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা জাতে না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

 

প্রসঙ্গত, বুধবার সকালে বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমী।

 

এ সময় নগর সদস্য সচিব মাওলানা জোনায়েদ আল হাবিবসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

নূর হোসেন কাশেমী বলেন, বৃহস্পতিবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে শুক্রবার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

     

রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৫/বাপ্পা/ইভা