জাতীয়

‘বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি পালিত হয়’

সংসদ প্রতিবেদক : মাতৃত্বকালীন ছুটি সরকারি প্রতিষ্ঠানে সঠিকভাবে পালনের জন্য সরকার তদারকি করে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু)। তিনি জানান, তবে বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি সঠিকভাবে পালিত হয়।

 

মঙ্গলবার সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট অধিবেশনে ফেনী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শিরীন আকতারের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

 

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাতৃত্বকালীন ছুটি সরকারি প্রতিষ্ঠানে সঠিকভাবে পালিত হয় কি না, তা তদারকির জন্য সরকার উদ্যোগ নেয়নি। তবে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনের অধিদপ্তর/দপ্তর/সংস্থাসমূহে মাতৃত্বকালীন ছুটি সকল মহিলা কর্মকর্তা/কর্মচারী বিধিমোতাবেক ভোগ করে থাকেন।

 

তিনি আরো বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি সঠিকভাবে পালিত হয়। বিষয়টি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হয়ে থাকে।

 

এ সংক্রান্ত অনিয়ম পরিলক্ষিত হলে শ্রম আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

 

মুজিবুল হক জানান, সম্প্রতি একজন নারী শ্রমিকের কারখানার বাথরুমে সন্তান প্রসব করার ঘটনায় ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা করা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৫/এনআর/বকুল