জাতীয়

অন্য গান || শুভাশিস সিনহা

                       

আগে রাত শেষ হোকতারপর সকাল সজনীখেয়েছে হাঁড়মাঁস আজ অবাক রজনীযাবার সকল পথে ক্রুশ রেখে দিয়েআঁচলে মায়াবি ধুলো মেখে মেখে কেউ গেছে চলেধবলী ধবলী ডাকিসে তো কৃষ্ণা, ঘোর অমানিশার জঠরেতার ছিল জন্মের স্মারকনখে নখে খুটে তার রেখা করি পাঠআগে ঘরে জ্বলুক আগুনতারপর বাহিরের ফুলকি কুড়িয়ে নেয়াজীবন যজ্ঞের শেষ বেলাকিছু আর থেমে নেইশিরার লতিকা ঝোলে দেহছিন্ন শোণিতশাখায়আগে ঢুকি আরক্ত শীতল সরোবরেতারপর উজানে জোয়ারেছলাৎছল অন্তিম সাঁতার...রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়