জাতীয়

আজ কেউ সাঁতার জানে না || ওবায়েদ আকাশ

                 

আজকের সকালটা যারা দেখতে এসেছেতাদের কারও হাতে এক-একটা নদীকারও হাতে হাসপাতাল এবং কেউ আবারবিমানবন্দর জুড়ে থরে থরে সাজিয়ে রেখেছে                        সুদৃশ্য এয়ার এম্বুলেন্সকিন্তু সকালটা এখনও ভাবছে নাএকদিন শেষ হয়ে যায় আততায়ী রক্তের নহরকতদিন গৃহপোষ্য তুষের আগুনেবিদগ্ধ-বিবর্ণ হয়ে নিভে গেছে নিজ নিজ দেহঅনেকে বোঝে না নদীতে স্নান করতে আসা পাখিদের ভাষাকেউ বা বোঝে না হাসপাতালে পরিত্যক্ত নিথর দেহের মূর্ছনাসান্ধ্যকালীন কূজনমুখর পাখিদের মতোতোমার সামনে দিয়ে উড়ে যাচ্ছে অগণিত এয়ার এম্বুলেন্সএকদিন মহামান্য রাষ্ট্রপ্রধানও এইপথে উড়ে গিয়েছিলেনএই সকল রাজকীয় যান আজ খাঁ খাঁ শূন্যতায় ভরাপ্রান্তিক পথে ছোপ ছোপ রক্তের দাগ আরহাসপাতালের বার্ন ইউনিটে সর্বস্বপোড়া মানুষের ভিড়হাতে হাতে গৃহপোষ্য নদী আজ আর কেউ সাঁতার জানে বলে একটুও মনে পড়ছে নারাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়