জাতীয়

যা পাইনি বাস্তবে একদিন || নাসির আহমেদ

                   

অনিবার্য নিয়তির মতো যখন একটা সমাপ্তি শোনাও ‘গুড নাইট’ বলেআমি শুনি গুড বাই। হা ঈশ্বর, এ কোন অগ্নিপরীক্ষায় ফেললেঅসময়ে! আমি কি বাতিল হয়ে যাওয়া তোমার আশীর্বাদ তবে!ও প্রাণপ্রিয় বন্ধু আমার, তাহলে বলতেই হবে এও ছিল একটা নাটক।জীবনমঞ্চে হয় বড়জোর পঞ্চাশ-ষাট; আর তোমার সঙ্গে? আজীবননাটক তো বটেই- প্রবাসে শরীর আর যদি ঘর পড়ে থাকেস্বদেশে হৃদয় আর শরীর প্রবাসে। প্রবাসী মনের নিরন্তর কান্না যদিতবে খাঁচার ভেতর অচিন পাখির আসা-যাওয়া নাটক ছাড়া কী ভাবব?এই ভাবনা যখন তার হিম ঠান্ডা হাতে আমাকে স্পর্শ করেমনে হয় বলার সময় এল- ও প্রিয়তম বন্ধু বিদায় এবারনিজের সঙ্গে শেষ হলো একান্ত নিজের কথা, আমি যাই তবেডাকছে ঝরাপাতা যাই। ডাকছে নিঃসঙ্গতার নীল পাখি, যাই।তবু কম পাওয়া? সৌন্দর্যের মতো শাশ্বত আকাঙ্ক্ষা আমার তোমাকে ভালোবেসেছিল, ভালোবাসা যত দিন, ফুল ফুটবে আর পাখিরা গাইবে গান।রবীন্দ্রনাথের জীবন দেবতা আমারও একজন কেউ ছিল যার নামহৃদয়ে থেকেও সবচেয়ে কাছের স্বপ্নের প্রতিমা। অশ্রুর বিন্দু যার স্ফটিকস্বচ্ছহাসি যার চিরদিন কবির হৃদয়ে বসন্তের দোলা, সারাক্ষণ ছিল ঘিরে।অনিবার্য নিয়তির মতো এই নাটকে প্রায়শ আমি দেখি আমাকে ঘিরে আছে শোক আর ভালোবাসার রাশি রাশি পুষ্প- যা পাইনি বাস্তবে একদিন।রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়/কমল কর্মকার