জাতীয়

রেকিট বেনকাইজারের ৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকাইজার শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার ডিএসই সূত্রে জানা গেছে।

 

এদিকে ২০১৫ সালের ৩০ জুনের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.১০ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৩.৮৪ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ ৩৮.৫২ টাকা।

 

লভ্যাংশ প্রদানের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট।

     

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৫/নিয়াজ/ইভা/এএন