জাতীয়

লেনদেন কমেছে ১০৬ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

 

দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০৬ কোটি ৬৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৭৫৪ কোটি  ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

 

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, আরএকে সিরামিক, ডেসকো, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসিআই লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, গ্রামীণফোন, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড ও খুলনা পাওয়ার কোম্পানি।

 

দিনশেষে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২০ পয়েন্টে। লেনদেন হয় ৪৬ কোটি টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

     

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৫/নিয়াজ/ইভা