জাতীয়

ক্ষমতা দখলকারী রাষ্ট্রপতিরা অবসর-সুবিধা পাবেন না

সচিবালয় প্রতিবেদক : উপযুক্ত আদালত কৃর্তক ঘোষিত অবৈধ পন্থায় ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী  রাষ্ট্রপতিরা অবসরভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন না।

 

সোমবার সচিবালয়ে এমন বিধান রেখে রাষ্ট্রপতির অবসরভাতা, পারিতোষিক ও অন্যান্য সুবিধা আইন-২০১৫-তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত  হয়।

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘সংশোধিত এই আইনের ফলে তিন ক্ষেত্রে রাষ্ট্রপতিরা সুবিধাবঞ্চিত হবেন। এক. যদি কোনো রাষ্ট্রপতি অবসরে যাওয়ার পর অসাংবিধানিক পন্থায় কিংবা অবৈধ উপায়ে তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন মর্মে কোনো উপযুক্ত আদালত কর্তৃক ঘোষিত হন। তাহলে তিনি রাষ্ট্রপতির অবসরভাতা, পারিতোষিকসহ অন্যান্য সুবিধা পাবেন না। এই বিধানটি আগের আইনে ছিল না। এবার সংযুক্ত করে আইনটি অনুমোদন দেওয়া হয়েছে। দুই. রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের পর এমন কোনো দপ্তরে বা মর্যাদায় দায়িত্ব পালন করছেন কিংবা করেছেন, যার জন্য তিনি প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিল থেকে বেতন-ভাতাদির সুবিধা পাচ্ছেন-  তাহলে ওই রাষ্ট্রপতি অবসরভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন না। তিন. রাষ্ট্রপতি হিসেবে অবসরভাতা প্রাধিকার অর্জনের পর যদি কোনো উপযুক্ত আদালত কর্তৃক স্খলনজনিত অপরাধের দায়ে দন্ডিত হন সেক্ষেত্রে তিনি এ আইনের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির অবসরভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন না।’

 

মোশাররাফ হোসাইন বলেন, ‘১৯৭৯ সালের প্রেসিডেন্ট পেনশন অর্ডিন্যান্স জারি হলেও এটি কার্যকর হয় ১৯৮৮ সালের ৪ এপ্রিল থেকে। সামরিক শাসনামলের এই অর্ডিন্যান্স হালনাগাদ করে সংশোধনের জন্য নিয়ে আসা হয় ২০১৪ সালের ডিসেম্বরে। সোমবার মন্ত্রিসভার বৈঠক সংশোধিত আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ আইনের ফলে স্বাধীনতার পর থেকে যেসব রাষ্ট্রপতি এ সুবিধা নেননি তাদের পরিবারও এই সুবিধা নিতে পারবেন।’

 

সাবেক রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর পরিবার এই সুবিধা পাবেন কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বঙ্গবন্ধু পেনশন নেননি, তার পরিবার পেনশন সুবিধা পাবেন। তবে তারা সেটা নেবেন কিনা, বলতে পারব না।’

 

এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসাইন বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ রাষ্ট্রপতি হিসেবে পেনশন সুবিধা নেননি। তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পেনশন সুবিধা নিয়েছেন।’

       

রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/নঈমুদ্দিন/সুমন মুস্তাফিজ